নিজের শিশুকন্যাকে মায়ের কোল থেকে নিয়ে ছুড়ে ফেলল বাবা। মৃত্যু হল শিশুটির। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সমস্তপুর এলাকায়। জানা গেছে, মুর্শিদাবাদের সালার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শিশুর বাবার বিরুদ্ধে।
শিশুর দিদিমার অভিযোগ, বৃহস্পতিবার রাত্রে ওই শিশু ফারহা সুলতানা তার মা সেলিনা বিবির কোলে ছিল। সেইসময় পারিবারিক অশান্তির জেরে শিশুর বাবা আব্বাস আলির সঙ্গে সেরিনার বচসা হয় এবং আব্বাস সেলিনাকে মারধর করতে থাকে। মায়ের কোলে থাকা শিশুটি ভয়ে কাঁদতে শুরু করলে আব্বাস আলি তাকে কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে শনিবার রাতে মারা যায় শিশুটি। পরিবার সুত্রে জানা গেছে, এই ঘটনায় আব্বাস আলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সালার থানায়।
Like Us On Facebook