স্কুলের সামনে বিতর্কিত নির্মাণকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বর্ধমানের আউসগ্রাম। শুক্রবার বিক্ষোভ অবরোধের পর আজ উত্তেজিত জনতা আউসগ্রাম থানায় হামলা চালায় এবং পুলিশের কয়েকটি গাড়ি সহ থানা ভাঙচুর করে। এছাড়াও আউসগ্রাম থানার একটি অস্থায়ী কাঠামোয় আগুন ধরিয়ে দেয়। তিন জন পুলিশকর্মী এই ঘটনায় আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আউসগ্রামে ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার কুণাল আগরওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য ঘটনাস্থলে পৌঁছান। এছাড়াও বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ ঘটনাস্থলে যায়। দোষীদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু হয়। প্রশাসন সূত্রে খবর পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।