লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের দৈনন্দিন জীবনের জ্বলন্ত ছবির উপর নির্ভর করে জীবনমুখী গানের সিডি ‘ময়ূরপঙ্খী’ প্রকাশ হল কলকাতায়। সম্প্রতি কলকাতার যোধপুর পার্কে এক অনুষ্ঠানে ময়ূরপঙ্খীর সিডি প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক সুদীপ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রশান্ত দাশ সহ আরও অনেক বিশিষ্ট ব‍্যক্তি এবং ময়ূরপঙ্খীর গোটা টিম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রখ্যাত আবৃত্তিকার সমীর চট্টোপাধ্যায়।

লোকাল ট্রেনের যাত্রা পথে নিত্যযাত্রীদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে জীবনমুখী গানের গীতরচনায় গীতিকার পিরু গড়াই তা তুলে ধরছেন। তাছাড়া এই জীবনমুখী গানের সংকলনে গীতিকার পিরু গড়াই সরকারি অফিসের লাল ফিতের ফাঁসে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা নিয়েও সুন্দর গান বেঁধেছেন।

গীতিকার পিরু গড়াই তাঁর জীবন উপলব্ধি থেকেই ময়ূরপঙ্খীর গানগুলি বেঁধেছেন। বিশিষ্ট সঙ্গীত পরিচালক সুমন সরকার ও সঙ্গীত শিল্পী বিপ্লব বন্দোপাধ্যায়ের সুরে ময়ূরপঙ্খীর মনমাতানো গানগুলি গেয়েছেন বর্ধমানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিপ্লব বন্দোপাধ্যায়, দুর্গাপুরের মেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডোনা দাশ ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সপ্তক দাস। ময়ূরপঙ্খীর সিডিটি রিলিজ করেছে মিউজিক ২০০০। সিডি প্রকাশের পর সাংবাদিক প্রশান্ত দাশ বলেন, গীতিকার পিরু গড়াই লোকাল ট্রেনের দৈনন্দিন জীবন যাত্রার জ্বলন্ত ছবি ও তাঁর নিজের উপলব্ধি ময়ূরপঙ্খীর গানের কথায় সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সঙ্গীতপ্রেমী মানুষের মনে ময়ূরপঙ্খীর গান দাগ কাটবে বলে দাবি করেন প্রশান্তবাবু।

Like Us On Facebook