বুধবার সকালে এক ঠিকা শ্রমিক পানাগড় বায়ু সেনা ছাউনিতে কাজে যোগ দিতে যাওয়ার সময় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর অহত হলেন। জানা গেছে আহত শ্রমিকের নাম আকাল বাগদী। পানাগড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ঠিকা শ্রমিক আকাল বাগদী সাইকেলে চেপে বায়ু সেনা ছাউনিতে কাজে যোগ দিতে যাওয়ার জন্য বিরুডিহায় জাতীয় সড়ক পারাপারের সময় একটি অডি গাড়ি তাঁকে ধাক্কা মারে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাজবাঁধের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ধাক্কা মারার পরেই গাড়ির চালক অবস্থা বেগতিক বুঝে চম্পট দেয়। দুর্ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে অডি গাড়িটিতে ভাঙচুর করে। একই সঙ্গে ২ নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় দু’ঘন্টা অবরোধ চলে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ২ নং জাতীয় সড়কে। কাঁকসার এসিপি বিমল বৈরাগ‍্য ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।


Like Us On Facebook