এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা আসানসোলের কল্যাণপুর হাউসিং অঞ্চলে৷ মঙ্গলবার রাতে আসানসোলের ২২ নং ওয়ার্ড কল্যাণপুর হাউসিং অঞ্চলে পাশাপাশি এসবিআই ও অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা৷ ভল্ট ভাঙতে না পেরে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
জানা গেছে, বুধবার সকালে কল্যাণপুর হাউসিং এলাকার মানুষজন এসবিআই ও অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কাউন্টারে এসে দেখতে পান এটিএম মেশিন ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিমত, দুষ্কৃতীরা এটিএম মেশিন ভাঙচুরের চেষ্টা করলেও এটিএমের ভল্ট ভাঙতে পারে নি। এছাড়াও পাশের একটি অ্যাপার্টমেন্টের নীচে রাখা একটি নতুন ডিজায়ার গাড়ির কাঁচ ভেঙে গাড়িটি চুরি করতে গেলে গাড়ির অ্যালার্ম বেজে ওঠায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ব্যাঙ্কের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Like Us On Facebook