File Picture

.

বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার বর্ধমানের কালনাগেট অরবিন্দপল্লী এলাকায়। বৃহস্পতিবার সকালে ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে গন্ধগোকুলটিকে দেখতে পান অরবিন্দপল্লীর বাসিন্দা সুকদেব দানা। প্রথমে একটু আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরে তিনি প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় বনদপ্তরকেও। বনদপ্তর এসে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়। সচরাচর গ্রামের দিকে এদের দেখা মিললেও বর্তমানে প্রায়ই শহরাঞ্চলে দেখা মিলছে এই ধরণের গন্ধগোকুলের। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত খাবারের খোঁজেই তারা শহরাঞ্চলে আসছে। কেবলমাত্র বর্ধমান শহর থেকেই কয়েকমাসের মধ্যে তিনটি গন্ধগোকুল উদ্ধার হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর।

Like Us On Facebook