সোমবার সকালে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এক বালিকাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল আসানসোল স্টেশনের আরপিএফ কর্মীরা। আরপিএফের পক্ষ থেকে ওই বালিকার মায়ের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানিয়ে দেওয়া হয়।

আরপিএফ সূত্রে জানা গেছে, সোমবার সকালে আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কর্মরত আরপিএফ কর্মীরা একটি ১৩ বছরের বালিকাকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর ওই বালিকাকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানতে পারে সে তার মায়ের সঙ্গে বিহারের ছাপড়া থেকে হাজিপুর আসছিল। আসার পথে সে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আসানসোল স্টেশনে চলে আসে। এই যুক্তির স্বপক্ষে সে একটি টিকিটও দেখায়। এরপর তার কাছে থেকে তার মায়ের ফোন নম্বর নিয়ে মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে ওই বালিকার মা আরপিএফকে বলেন, একটি টিকিট কেটে ওই বালিকাকে ট্রেনে বাড়ি পাঠিয়ে দিতে। কিন্তু কোনরকম ঝুঁকি না নিয়ে আরপিএফ ওই বালিকার মেডিকেল করিয়ে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় এবং সেকথা ওই বালিকার মাকে জানিয়ে দেয় আরপিএফ।

Like Us On Facebook