আউসগ্রাম চড়কের মেলা দেখতে গিয়ে দলছুট মাধ্যমিকের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত দুই যুবক জহর বাস্কে এবং সুনীল সোরেন ওরফে কচুকে জেল হেফাজতে পাঠালো শিশু নির্যাতন সংক্রান্ত বিশেষ পসকো আদালত। ধৃতদের বয়স ১৯ থেকে ২০-র মধ্যে। একইসঙ্গে বিচারক ধৃতদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশের আবেদন মেনে টিআই প্যারেডের অনুমোদন দিলেন।
উল্লেখ্য, গত রবিবার আউশগ্রামের যাদবগঞ্জে কয়েকজন বন্ধুর সঙ্গে চড়ক মেলায় যায় মাধ্যমিকের ছাত্রীটি। মেলায় বন্ধুদের সঙ্গে দলছুট হয়ে পড়ার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় যাদবগঞ্জে ওই নির্যাতিতার এক আত্মীয়ের বাড়ি পৌঁছে দেবার নাম করে ধৃত দুই যুবক তাকে মোটরবাইকে তুলে নিয়ে যায় জঙ্গলের ধারে। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার পর পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে মেডিকেল টেস্ট করতে পাঠায়। এরই পাশাপাশি নির্যাতিতার কাছ থেকে অভিযুক্তদের চেহারার বিবরণ গ্রহণ করে পুলিশ। নির্যাতিতার বয়ান এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলার পর চড়কমেলায় আসা মানুষজনের সঙ্গেও কথা বলে পুলিশ। এরপর পুলিশ সন্দেহভাজন দুই যুবকের বিষয়ে নিশ্চিত হন। এরপর তাদের থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।