বীরভূম জেলা জুড়ে লাগাতার বোমা উদ্ধার সম্পর্কে গোটা দায়ভার সিপিএমের ওপরই চাপিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এব্যাপারে অনুব্রত মণ্ডলের সাফ উত্তর, বীরভূমে যে বোমা উদ্ধার হচ্ছে তা সিপিএমের আমলেই রাখা ছিল। সেগুলিই উদ্ধার হচ্ছে। উল্লেখ্য, এদিনই বর্ধমানে প্রশাসনিক বৈঠকে এসে খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে যান বীরভূমে ওভারলোডিংয়ের ঘটনা রুখতে তাদের দুটি চেকপোষ্ট করতে হচ্ছে। এব্যাপারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, সেরকম কিছু নয়। বরং মে মাসে রেকর্ড রেভিনিউ আদায় হয়েছে বীরভূম জেলায়। এদিন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউশগ্রাম এই তিনটি বিধানসভা ছাড়াও বীরভূম জেলার সীমানাবর্তী বর্ধমানের ৫টি ব্লকের সামগ্রিক উন্নয়ন নিয়ে বর্ধমানের জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এই ৫ টি ব্লকের কিছু সমস্যা নিয়েও এদিন আলোচনা হয়। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবও জানিয়েছেন, এদিনের বৈঠক একেবারেই সৌজন্যমূলক বিষয়। উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Like Us On Facebook