পশ্চিমবঙ্গে বিজেপির কোন হাওয়া নেই। লোকসভায় ৪২ এ ৪২ পাবে তৃণমূল কংগ্রেস। এমনই দাবি করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। ২১ জুলাইয়ের দিন পথ দুর্ঘটনায় নিহত দম্পতির বাড়িতে সোমবার যান অনুব্রত মণ্ডল। মৃত দম্পতির নাম সেখ দিলদার ও পিয়ারী খাতুন। বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাণীগঞ্জ গ্রামে।

শনিবার মোটরবাইক নিয়ে সেখ দিলদার ও পিয়ারী খাতুন বর্ধমানের দিকে আসার পথে ২ নম্বর জাতীয় সড়কের পারাজ মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েন। একটি চারচাকা গাড়ি দুরন্ত গতিতে এসে তাঁদের বাইকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ দিলদারের। গুরুতর জখম হন স্ত্রী পিয়ারী খাতুন ও তিন বছরের নাতনি রাজকুমারী। বর্ধমান হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে পিয়ারী খাতুনের মৃত্যু হয়। অভিযোগ, একটি বেপরোয়া ধর্মতলাগামী চারচাকা তৃণমূল সমর্থকদের গাড়ি বাইকের পিছনে ধাক্কা মারে। এদিন আর্থিক সাহায্যের পাশাপাশি মৃত দম্পতির ছেলেকে চাকরির আশ্বাস দেন বীরভূমের তৃণমূল সভাপতি।


Like Us On Facebook