হঠাৎ করে অন্ডাল-দিল্লি রুটে উড়ান সপ্তাহে চার দিনের পরিবর্তে দু’দিন করে দেওয়ায় এই রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। অন্ডাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক অন্ডাল-দিল্লি রুটে উড়ান সূচি পরিবর্তন করা হয়েছে। আপাতত জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত অন্ডাল-দিল্লি রুটে সপ্তাহে দু’দিন বিমান পরিষেবা দেওয়ার পর ফের সপ্তাহে চার দিন উড়ান চালু হবে বলে জানা গেছে।
অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির জন্য সপ্তাহে চারদিন, রবি, সোম, বৃহস্পতি ও শুক্রবার উড়ান সূচি স্থির হয়। এই রুটে বিমান পরিষেবা চালু হওয়ার পর অন্ডাল থেকে দিল্লিগামী উড়ানে যাত্রীসংখ্যা ক্রমশ বাড়ছিল। গত সপ্তাহে হঠাৎ করে বৃহস্পতি ও রবিবার অন্ডাল-দিল্লি রুটে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে অনলাইনে টিকিট কেটে যাত্রীরা বিপাকে পড়েন। আপাতত বৃহস্পতি ও রবিবার অন্ডাল থেকে দিল্লির উড়ান বন্ধ থাকবে এবং জানুয়ারি মাসের মাঝামাঝি এই রুটে ফের সপ্তাহে চার দিন বিমান পরিষেবা মিলবে বলে জানা গেছে।
অন্যদিকে, অন্ডাল-মুম্বাই রুটে বিমান পরিষেবা নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলার অভিযোগও করেন অনেক যাত্রী। একদিকে, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরকে ঘিরে যখন শিল্পাঞ্চলের মানুষের প্রত্যাশার পারদ চড়ছে তখন হঠাৎ করে অন্ডাল-দিল্লি রুটে সপ্তাহে চারদিনের পরিবর্তে বিমান পরিষেবা সপ্তাহে দুদিন করে দেওয়ায় কার্যত হতাশ শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী এলাকার যাত্রীরা।