নিজের বাড়িতেই অফিস খুলে বসেছিলেন আসানসোল নগর নিগমের কর্মীটি। পুলিশের দাবি, সেখান থেকেই জাল বার্থ সার্টিফিকেট তৈরির ব্যবসা চালানো হতো। আসানসোল কর্পোরেশনের কুলটি বোরোর বার্থ ও ডেথ রেজিস্টার ছিলেন রামেশ্বর ব্যানার্জী। তাঁর বিরুদ্ধে মেয়রের কাছে অভিযোগ জমা পড়ে যে তিনি টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যুর জাল শংসাপত্র তৈরি করে দিচ্ছেন। অভিযোগ পেয়ে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বরাকর ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে বরাকরের কুমার পাড়ায় রামেশ্বরবাবুর বাড়িতে হানা দেন। পুলিশ ও কর্পোরেশনের অধিকারিকরা তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল সার্টিফিকেট ও রাবার স্ট্যাম্প উদ্ধার করেন। আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল কর্পোরেশনে কোন দুর্নীতি চলবে না।’
Like Us On Facebook