সোমবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের কাজোড়া বাস স্টপে একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। আসানসোলের দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারের উপর উঠে যায় বলে স্থানীয় মানুষ জানান। প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি মাইথনের ডিভিসি হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
দুর্ঘটনার কবলে পড়ে চালক এবং অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ চারজন ব্যক্তি আহত হন। আশ্বিনী কুমার সিনহা, ওমনাথ গুপ্ত ও অমরদীপ গুপ্ত সকলেই চিরকুন্ডা থানার কুমারডুবি এলাকার বাসিন্দা। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ও অন্ডাল ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে আন্ডাল থানার হেফাজতে রাখা হয়েছে।
Like Us On Facebook