‘বোটানিক্যাল সার্ভে অফ্ ইন্ডিয়া’র সৌজন্যে পাওয়া এই অতিকায় লিলি গাছ ঘিরে ছাত্রছাত্রী মহলে তৈরি হয়েছে কৌতুহল ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের অধ্যাপক, জয়প্রকাশ কেশরি বর্ধমান ডট্ কম কে জানান ভিক্টোরিয়া ক্রুজিয়ানা ১৯ মে, ২০১৬ তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্ম-এ রোপণ করা হয়। এখন ফুল ফুটতে শুরু করেছে। সকালে ফুল ফোটার সময় এর রঙ সাদা থাকে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এটি গোলাপি রঙ ধারণ করে। আমাজনের এই অতিকায় জলজ ফুল গাছের পাতার পরিধি ২ মিটারের বেশি। এই ফুল গাছের পাতা একজন পূর্ণ বয়স্ক মানুষের ভার বইতে পারে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পর রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ‘জায়েন্ট লিলি’ লাগান হল।
বর্ধমান বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায় বছর দুয়েক আগে ‘বোটানিক্যাল সার্ভে অফ্ ইন্ডিয়া’র সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ি, নানা দেশের বিভিন্ন প্রজাতির গাছ গবেষণা ও সংরক্ষণের উদ্দেশ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ‘বায়োডাইভারসিটি হেরিটেজ সাইট’ হিসাবে গড়ে তোলা হচ্ছে । এই উদ্যানে ৫০ রকমের ঔষধি গাছ ও ৫০০ রকমের ফুলের গাছ রয়েছে । রাজতন্ত্রের সময় তদানিন্তন বর্ধমান মহারাজা নানান প্রজাতির বিদেশি গাছ এনেছিলেন গোলাপবাগ ক্যাম্পাসে, সেই সব গাছ আজও রয়েছে ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য স্মৃতি কুমার সরকার বর্ধমান ডট্ কম কে জানান “বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতায় যে সব প্রকল্প রয়েছে তার প্রথম প্রকাশ হল ভিক্টোরিয়া ক্রুজিয়ানা, ভবিষ্যতে এই প্রাপ্তি ঐতিহাসিক ক্যাম্পাসের সমৃদ্ধি বাড়াবে ।”