হারিয়ে যাচ্ছে অপেশাদার শিল্পীদের নিয়ে অ্যামেচার যাত্রা। আর এবার অপেশাদার শিল্পীদের নিয়ে সেই অ্যামেচার যাত্রাকে বাঁচাতে এগিয়ে এল বর্ধমান ওয়েভ নামে একটি সংস্থা। মঙ্গলবার বর্ধমানের কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি পার্থ চৌধুরী জানিয়েছেন, বর্তমানের আর্থ সামাজিক পরিস্থিতিতে যাত্রা শিল্পটাই ধুঁকছে। আগে যেখানে বছরে ২বার অন্তত বর্ধমান শহরে বড় বড় যাত্রা কোম্পানীর যাত্রা অনুষ্ঠিত হত, এখন আর তা হয়না। তিনি দাবি করেছেন, গত প্রায় ৩ বছর বর্ধমান শহরে কোনো যাত্রানুষ্ঠানই হয়নি। শুধু তাইই নয়, অনেক প্রতিভাবান অপেশাদার শিল্পীরা যাঁরা সারা বছর ধরেই বিভিন্ন যাত্রাপালা অনুষ্ঠিত করতেন, তাঁরাও হারিয়ে যাচ্ছেন।

এই অবস্থায় করোনা পরিস্থিতিতে গত ২ বছর ধরেই নাটক, যাত্রা শিল্পে চরম সংকট এসে পৌঁছেছে। আর তাই এবার সেই যাত্রাপালাকে ফিরিয়ে আনতে বর্ধমান ওয়েভের উদ্যোগে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে দুটি যাত্রাপালা। প্রথম দিন শিল্পী সমন্বয়ের উদ্যোগে প্রতীক্ষা একটু ভালোবাসার এবং দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে নবনাট্য আন্দোলন গ্রুপের যাত্রাপালা মেঘলা আকাশ। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, পূর্ব বর্ধমান জেলা পরিষদ, মেমারির পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি এবং বোরহাটের অরিত্র নাট্যসংস্থার সহযোগিতায় এই যাত্রাপালার উদ্বোধন করবেন প্রয়াত নটসম্রাট রাখাল সিংহের স্ত্রী অভিনেত্রী গৌরী সিংহ। এদিন এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বর্ধমান ওয়েভের সম্পাদক অনির্বাণ হাজরা, সদস্য উদিত সিংহ, শ্যামাপ্রসাদ চৌধুরী, অরিত্র নাট্যসংস্থার সদস্য নীলেন্দু সেনগুপ্ত প্রমুখরা।

Like Us On Facebook