এবার শাসক দলের কর্মীদেরই বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধে ।দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের গণতন্ত্র পল্লীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি রায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেস কর্মী অরুণ বাদ্যকর ও রুমা বাদ্যকর মন্ত্রী অরুপ বিশ্বাসের নির্বাচনী প্রচার শুনে বাড়ি ফেরার পর বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। বিজেপি কর্মীরা তৃণমূলের নির্বাচনী প্রচার শুনতে যাওয়ার অপরাধে তৃণমূলী দুই কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত দুই তৃণমূল কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এর পর এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও বিজেপি তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এটা সকলের নজর ঘোরানোর একটা শাসক দলের চক্রান্ত বলে দাবি করেন বিজেপি নেতারা। আহতদের মহকুমা হাসপাতালে দেখতে যান তৃণমূল প্রার্থী লাভলি রায় ও তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখার্জী।
Like Us On Facebook