বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখাতে গেলে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আউশগ্রামের গুসকরায়। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আউসগ্রাম থানার তকিপুর থেকে শুক্রবার রাতে চার বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। বিনা দোষে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলে শনিবার আউসগ্রামের গুসকরা বিট অফিস(ফাঁড়ি) ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, বিক্ষোভ চলার সময় পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে। এর ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হন বলে দাবি বিজেপির। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, চার জনকে প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়। তার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা থানায় এসে পুলিশকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?