আসানসোল স্টেশনের ৫ ও ৬নং প্ল্যাটফর্মের মাঝের ওভারব্রীজে দীর্ঘক্ষণ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়াল আসানসোল স্টেশনে৷
যাত্রীদের অভিযোগ, প্রায় ছয় থেকে সাত ঘণ্টা পড়ে থাকার পর রেল পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি৷ এদিকে পুনরায় স্টেশনে দীর্ঘক্ষণ দহ পড়ে থাকার ব্যাপারে ডিআরএম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখছেন৷ কারণ ইতিপূর্বে দেহ সরানোকে কেন্দ্র করে রেল পুলিশের যে সমস্যা ছিল তা মিটে গেছে। রেল পুলিশের পক্ষ থেকে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকার কথা অস্বীকার করা হয়েছে।
Like Us On Facebook