ফের প্রচুর সংখ্যক টিয়াপাখি উদ্ধার করল বনদফতর। উদ্ধার প্রায় ১৮২ টি টিয়াপাখি, গ্রেফতার ২ পাচারকারী। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার করা হয় টিয়াপাখিগুলি।বনদফতর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডাউন দানাপুর এক্সপ্রেস বর্ধমান স্টেশনে থামতেই রেল পুলিশের উপস্থিতিতে তল্লাশি শুরু করে বনদফতরের কর্মীরা। ট্রেন থেকে ব্যাগ সমেত ২ জনকে নামতে দেখে সন্দেহ হওয়ায় ব্যাগ খুলে তল্লাশি চালান তাঁরা। ব্যাগ থেকে উদ্ধার হয় ১৮২ টি টিয়াপাখি। গ্রেফতার করা হয় ২ জনকে। বনদফতর সূত্রে জানা গেছে, ধৃত মহম্মদ আয়ূব ও ইব্রাহিম সেখের বাড়ি দুবরাজদিঘি আলুডাঙ্গা এলাকায়। বিহারের দানাপুর থেকে টিয়াপাখিগুলি বর্ধমানে নিয়ে আসার পর সেগুলিকে আবার অন্যত্র পাঠানো হত বলে বনদফতরের অনুমান। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।
Like Us On Facebook