কাঁকসার রাজবাঁধে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর পরিবারকে মারধরের অভিযোগ উঠল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজবাঁধ বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়ায়। রোগীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে রিতা চৌধুরী নামের এক রোগীকে ভর্তি করা হয় রাজবাঁধের বেসরকারি নার্সিং হোমে। কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করার কথা বলা হয়। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কোন টাকা নেই এই অজুহাত দিয়ে রোগীকে আটকে রাখা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের। রোগীর পরিবারের সদস্যরা রোগীকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করার জন্য জোর করলে নার্সিংহোম কর্তৃপক্ষ দলবল নিয়ে রোগীর পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে রোগীর পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ ফেকে স্বরূপ কুমার খাঁ জানিয়েছেন, রোগি ছাড়তে মাত্র দু’ঘন্টা দেরি হয়েছে। এই কারণে রোগীর পরিবারের সদস্যরাই নার্সিংহোমে চড়াও হয়। কাঁকসা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।

Like Us On Facebook