রাতের অন্ধকারে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বুদবুদের কসবা এলাকায়। নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মানকর গ্ৰামীণ হাসপাতালে। ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা খবর পেয়েই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে।
নাবালিকার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় দোকান থেকে কিছু জিনিস কিনে ফেরার পথে নাবালিকার মুখ চাপা দিয়ে পাশের জমিতে টেনে নিয়ে স্থানীয় এক যুবক। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নাবালিকা বাড়িতে ফিরে এসে তার মাকে ঘটনার কথা বললে তিনি তৎক্ষনাৎ অভিযুক্ত যুবকের বাড়িতে যান ওই যুবকের দুঃষ্কর্মের কথা জানাতে। অভিযোগ, অভিযুক্তের পরিবার মোটা টাকার বিনিময়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু খবর জানাজানি হতেই বিজেপি নেতা রমণ শর্মা কর্মীদের নিয়ে মানকর হাসপাতালে হাজির হন। অবিলম্বে দোষীকে গ্ৰেফতার করে কঠোর শাস্তি দিতে হবে বলে দাবী তুলেছেন নির্যাতিতা নাবালিকার পরিবার। মানকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাবালিকা। রাতেই বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতার পরিবার। এর পরেই বুদবুদ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। বিচারক তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।