রবিবার সন্ধ্যায় বিজেপির সমর্থকরা চানক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিনা চক্রবর্তীর বাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে কাটমানির বিষয়ে আলোচনা করার কথা ছিল গ্রামবাসীদের। কিন্তু গ্রামের সাধারণ মানুষজন জমায়েত হলেও প্রদীপ চক্রবর্তী এই আলোচনা সভায় উপস্থিত হননি। গ্রামের সাধারণ মানুষ জানিয়েছেন, সরকারের বিভিন্ন প্রকল্পের কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছে উপপ্রধানের স্বামী প্রদীপ চক্রবর্তী।

গ্রামবাসী চরণ বারুই জানান, তাঁর কাছ থেকে বাংলার আবাস যোজনার বাড়ির জন্য দশ হাজার টাকা নেওয়া হয়েছে। চানক গ্রামের তপন দে জানান, মিশন নির্মল বাংলা প্রকল্পের পায়খানার জন্য তাঁর কাছ থেকে ১৯৫০ টাকা নেওয়া হয়েছে। এই ভাবে কয়েক লক্ষ টাকা কাটমানি নিয়েছে প্রদীপবাবু বলে অভিযোগ স্থানীয় মানুষজনের।

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। তিনি যদি কোন টাকা নিয়ে থাকেন তাহলে প্রমাণ দেখাক। সে টাকা তিনি ফেরত দেবেন। কথা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রবিবার রাতে বিজেপি সমর্থকরা তাঁর বাড়ি, একটি মারুতি ভ্যান ও বেশ কয়েকটি মোটর বাইক ভাঙচুর করে। তিনি সোমবার লিখিত অভিযোগ জানিয়েছেন মঙ্গলকোট থানায়। দোষীদের সাজার দাবি করেছেন তাঁরা।

অপরদিকে বিজেপির চানক গ্রামের বুথ সভাপতি সুব্রত মন্ডল জানান, এই ভাঙচুরের সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই। গ্রামের সাধারণ মানুষ তাঁদের টাকা ফেরত চাইছেন। অন্যদিকে, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পুলিশকে জনরোষের মুখে পড়তে হয়। পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে চানক গ্রামে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook