প্রসূতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাটোয়া মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কাটোয়ার পেকুয়া এলাকার রোশনি বিবি নামে এক প্রসূতি সোমবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় ওই প্রসূতির প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। মঙ্গলবার সকালে ওই প্রসূতি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরপরই রোগীর আত্মীয়-স্বজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান। অভিযোগ, রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালের কর্মীদের মারধর করেন। হাসপাতালের কর্মীদের মারধরের ঘটনায় কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। কেউ গ্রেফতার হয় নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই প্রসূতির চিকিৎসার কোন গাফিলতি হয় নি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই রোগী মারা গেছে।
Like Us On Facebook