ইসিএলের এক আধিকারিকের ধাক্কাতে এক ইসিএল কর্মী অসুস্থ হয়ে দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি হল বলে অভিযোগ। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টে।
বুধবার সকালে পাম্প চালানো নিয়ে ভুল বোঝাবুঝি থেকে ইসিএল আধিকারিক এসকে মিশ্রার সঙ্গে ইসিএলের কিছু কর্মীর প্রথমে কথা কাটাকাটি হয়। অন্যান্য শ্রমিকরা ঘিরে ধরলে এরপরেই এসকে মিশ্রা ইসিএলের কর্মী পরিমল মন্ডলকে ধাক্কা দিয়ে চলে যান বলে অভিযোগ। ধাক্কা সামলাতে না পেরে পরিমল মন্ডল অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান বলে অভিযোগ। জানা গেছে পরিমল মন্ডল হার্টের রুগী। কিছু দিন আগে হার্টের অস্ত্রোপচার হয়েছে বলে জানান অন্যান্য শ্রমিকরা। এরপরেই দুর্গাপুরের বিধান নগরের মিশন হাসপাতালে ভর্তি করা হয় পরিমল মন্ডলকে। শ্রমিকরা ইসিএলের অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে পান্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত ইসিএল আধিকারিক এসকে মিশ্রার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ইসিএল কর্মীরা বুধবার বিক্ষোভ দেখান।