দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এক্সিবিশন চলাকালে বুধবার রাতে কলেজের দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হল কলেজ চত্ত্বর। অনুষ্ঠানের ফাঁকে কলেজের ছাত্র-ছাত্রীদের টিফিন দেওয়াকে কেন্দ্র করে কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। টিফিন দিতে দেরি হওয়ায় কলেজের এক ছাত্রী তার প্রতিবাদ করার পরপরই সেই ছাত্রীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরেই ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। এই ঘটনায় এক ছাত্র আহত হয় বলে অভিযোগ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও কলেজের প্রিন্সিপ্যালের অনুমতি না থাকায় পুলিশ কলেজে ঢোকেনি বলে জানায় অভিযোগকারী পড়ুয়ারা। কলেজের সহপাঠীকে নির্যাতনের শিকার হতে দেখে ক্ষুব্ধ পড়ুয়ারা প্রিন্সিপ্যালের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয় বলে জানা গেছে। এদিকে অভিযুক্ত গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই কলেজের সুনাম নষ্ট করতে একদল ছাত্র-ছাত্রী পরিকল্পনা করেই কলেজে ঝামেলা করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপ্যাল পুরুষোত্তম প্রামাণিক বলেন, ‘আমি একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য আমাদের কলেজের নির্দিষ্ট কমিটি আছে তাঁরাই সেটা দেখবেন।’