বুদবুদের দেবশলায় রডের বদলে বাঁশ দিয়ে কালভার্ট তৈরির ঘটনা সামনে আসার ২৪ ঘন্টা পরেই এলাকা থেকে উদ্ধার ঢালাইয়ের রড। বুদবুদের দেবশলায় রডের বদলে বাঁশ দিয়ে নিকাশি নালার উপর কালভার্ট তৈরির অভিযোগ ওঠে। সেই কালভার্টের উপর দিয়ে পারাপারের সময় স্থানীয় বাসিন্দারা দেখেন নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট তৈরি করা হয়েছে। এমনকি রডের বদলে বাঁশ দিয়ে কালভার্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই কালভার্ট দিয়ে পারাপারের সময় এক ব্যক্তি পরে গিয়ে আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা বৃহস্পতিবার বিক্ষোভ দেখান। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবার ওই এলাকার নিকাশি নালা থেকে উদ্ধার হলো ঢালাইয়ের রড।
তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা রাতের অন্ধকারে ঢালাইয়ের রড উঠিয়ে বাঁশ দিয়ে ঢালাই করে দিয়ে তৃণমূলের বদনাম রটানোর চেষ্টা করছে। এমনকি যারা ওই কালভার্ট তৈরি করেছেন, তাঁরা বলেন রড দিয়েই তাঁরা ঢালাই করেছেন এবং সন্ধ্যায় তাঁরা বাড়ি চলে যান। সকাল হতেই তাঁরা জানতে পারেন রড সরিয়ে সেখানে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাজমিস্ত্রীদের উপর দোষ চাপিয়ে তাঁদের টাকা কেটে নেওয়া হবে বলে জানাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজমিস্ত্রী ও শ্রমিকরা। অপর দিকে বিজেপি নেতা রমন শর্মা বলেন, ‘ঢালাই যদি রড দিয়েই হয় তবে গোটা রড কি ভাবে উদ্ধার হল? চুরি ধরা পড়ায় দোষ ঢাকতে গরিব শ্রমিকদের টাকা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে। মানুষ জানে কারা চুরি করেছে। সময় হলে মানুষ এর জবাব দেবে।’