৮০ শতাংশ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক প্রাথমিক স্কুলের সহ শিক্ষককে অন্যান্য শিক্ষকরা নানাভাবে হেনস্থা করার অভিযোগ নিয়ে ওই শিক্ষক সুবিচার চাইতে জেলাশাসকের দ্বারস্থ হলেন। বর্ধমান শহরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা চন্দ্রচূড় ভট্টাচার্য জেলাশাসককে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করে এই ঘটনার সুবিচার চেয়েছেন।
চন্দ্রচূড় ভট্টাচার্য জানিয়েছেন, ২০১০ সালে তিনি প্রাথমিক শিক্ষক হিসাবে রাইপুর স্কুলে যোগ দেন। কিন্তু যোগদানের পর থেকেই সেখানকার এক শিক্ষক তাঁর সাথে দুর্ব্যবহার শুরু করেন। প্রায় দেড়বছর ওই স্কুলে কাজ করার পর তাকে বদলি করা হয় বর্ধমানের শ্রীপল্লী প্রাথমিক স্কুলে। কিন্তু ছাত্র সংখ্যা কম থাকায় বন্ধ করে দেওয়া হয় ওই স্কুল। এরপর তাকে পাঠানো হয় বর্ধমান শহরের কেশবপুর হরিজন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু সেখানেও তাঁকে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হচ্ছে বলে তিনি এদিন জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন। জেলাশাসক এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।