বুদবুদের লোয়া-কৃষ্ণরামপুর এলাকায় বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিকেলে বুদবুদের লোয়া-কৃষ্ণরামপুর এলাকার বিজেপি বুথ সভাপতি মন্টু চৌধুরী যখন লোয়াপুরে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তখন জনা কয়েক দুষ্কৃতী মন্টু চৌধুরীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মন্টু চৌধুরী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা মন্টু চৌধুরীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বিজেপি কর্মীরা বলেন, ‘চলতি মাসের ২২ তারিখে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার একটি সভা হওয়ার কথা এই লোয়াপুর এলাকায়। আর স্থানীয় বিজেপি বুথ সভাপতি মন্টু চৌধুরী দলীয় কর্মসূচি সফল করতে লাগাতার প্রচার করছেন।’ বিজেপি নেতৃত্বের অভিযোগ, মন্টু চৌধুরীকে মেরে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সভা বানচাল করার চেষ্টা করছে শাসকদলের দুষ্কৃতীরা। শাসকদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করা হয়েছে।