এক বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রামের ঘটনা। মারধরে জখম বিজেপি কর্মী ঝন্টু শেখকে প্রথমে মন্তেশ্বর ও পরে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিষয়ে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপির অভিযোগ, শনিবার সকালে ঝন্টু শেখকে কুসুমগ্রাম বাজারের কাছ থেকে কয়েকজন তৃণমূল কর্মী জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাঁকে তেঁতুলিয়া গ্রামে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় এবং বিজেপি ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে তেঁতুলিয়া গ্রাম থেকে ঝন্টু শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook