বিজয় মিছিল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, বোমাবাজি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে দুর্গাপুরের কাঁকসার মলানদিঘির বিষ্টুপুর গ্রামে। এই ঘটনার পর আহত তৃণমূল কর্মী গৌতম গড়াইকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কাঁকসার বিষ্টুপুরে রবিবার বিকেলে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির বিজয় মিছিল বের হয়। মিছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী অজয় গড়াইয়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অজয়বাবুর বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় অজয় গড়াই ও তাঁর কাকা গৌতম গড়াইকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। অভিযোগ, বিজেপি কর্মীদের মারে আহত হন গৌতম গড়াই ও অজয় গড়াই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি। আহত কর্মীদের দেখতে হাসপাতালে আসেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।
জিতেন্দ্র তিওয়ারি বলেন, বিজেপি যদি মারধরের পরিকল্পনা করে এগোতে থাকে তাহলে আমাদেরও এবার ভাবতে হবে। বিজেপি জিতেছে খুব ভালো কথা। উন্নয়ন করুন মানুষের কল্যাণে। কিন্তু সেই জয় নিয়ে যদি আসানসোল দুর্গাপুর এলাকায় একের পর এক সন্ত্রাস চালাতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর তাহলে এবার আমাদের ধৈর্য্যের বাঁধ ভাঙবে।’ হাসপাতালে আহত তৃণমূল কংগ্রেস কর্মী গৌতম গড়াইকে দেখে ঘটনাস্থল বিষ্টুপুরে যান জিতেন্দ্র তিওয়ারি। জানা গেছে, এই ঘটনার পর গোটা এলাকা থমথমে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?