বর্ধমান সংশোধনাগারে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায়। শ্যামল রায়কে মারধোরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের জন্যই এই ঘটনা।
বিজেপির অভিযোগ, সোমবার সকালে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে থাকা কয়েকজন বিজেপি কর্মীর সাথে দেখা করতে যাচ্ছিলেন বিজেপির বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায়। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা আব্দুল রবের নেতৃত্বে লাঠি, রড নিয়ে আক্রমণ করে মারধর করা হয় শয়ামল রায়কে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বধমান হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আব্দুল রবের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের জন্যই এই ঘটনা। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন দুপুরে বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা। এর জেরে বেশকিছুক্ষণ বিসি রোড প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে।