কুড়িয়ে পাওয়া এটিএম কার্ড নিয়ে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে ধরা পড়ল এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড়ে। ধৃতের নাম পাপিয়া মাঝি। বাড়ি ভাতাড় গ্রামে। মঙ্গলবার ভাতাড় থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

জানা গেছে, কয়েকমাস আগে পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের সারদাপল্লীর বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সনৎ কুমার পাঁজার এটিএম কার্ড হারিয়ে যায় ভাতাড় বাজারে। এর কয়েকদিন পর তাঁর মোবাইলে বেশ কয়েকটি মেসেজ ঢোকে টাকা তোলার। টাকা তোলা হয় ভাতাড়ের এসবিআই এটিএম থেকে। এরপরই তিনি ভাতাড় থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে ৫ দফায় অ্যাকাউন্ট থেকে ৯৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সিসিটিভির ফুটেজে পুলিশ দেখে ওই কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি টাকা তুললেও প্রতিটি ক্ষেত্রেই এক মহিলা উপস্থিত রয়েছেন। এরপরই পুলিশ ৫ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পাপিয়া মাঝি নামে এক মহিলা তাঁদের এটিএম কার্ডের টাকা তুলে দিতে বলেছিল। এরপর পুলিশ ভাতাড় থেকে ওই মহিলাকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে প্রায় ১৭ হাজার টাকা নগদ উদ্ধার করে। মঙ্গলবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হয়। আদালত ধৃতের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Like Us On Facebook