ফের পানাগড় বাজারে লকডাউনের সুযোগ নিয়ে জলাশয় ভরাটের অভিযোগ উঠল। গত মাসে লকডাউনের সুযোগ নিয়ে পানাগড় বাজার সংলগ্ন প্রায়াগপুর মোড়ে একটি জলাশয় ছাই দিয়ে ভরাটের সময় জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রশাসনের চোখে ধুলো দিয়ে লকডাউনের সুযোগ নিয়ে শনিবার ফের জলাশয় ভরাটের কাজ শুরু হওয়ায় খবর পেয়ে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী জানিয়েছেন, জলাশয় ভরাট নিয়ে একটা অভিযোগ এসেছে। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে কাজ বন্ধ করেছে। তবে লকডাউন এর জন্য ১৫ তারিখ পর্যন্ত বিএলআরও দফতর বন্ধ থাকায় এখনও তদন্ত শুরু হয়নি। তবে লকডাউন ওঠার পরেই তদন্ত শুরু করে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।