আসানসোল উত্তর থানার অন্তর্গত রেল পার এনআর রোড নিবাসী কৌশর পারভীনকে (৫০) অসুস্থতার কারণে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ডাক্তারের অনুপস্থিতিতে সেখানে ট্রেনি টেকনিসিয়ান দ্বারা ডায়ালিসিস করা হয়। ডায়ালিসিস চলাকালীন রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন রোগীর পরিজনেরা। পরে ডাক্তার এসে রোগীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোগীর স্বামী আব্বাস খান ও পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতি ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ওই বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কল্যাণপুর কুমারপুর সংলগ্ল ওই বেসরকারি হাসপাতালে স্থানীয় কাউন্সিলার ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামলান।
Like Us On Facebook