গরু চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে চোর অপবাদে মাথা ন্যাড়াও করে দেওয়া হয়। পরে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে আটক করে। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি গরু নিয়ে ‘পালানোর’ সময় হাসপাতালের সামনে থাকা অ্যাম্বুলেন্স চালকদের সন্দেহ হয়। তাঁরা ধাওয়া করে এক জনকে ধরে ফেলে এবং গরুটিকে উদ্ধার করে। জিজ্ঞসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ধৃত যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে চুরির অপবাদে তাঁর মাথাও ন্যাড়া করে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ যুবককে উদ্ধার করে গ্রেফতার করে।
Like Us On Facebook