.

নির্বাচনের আগে উত্তপ্ত বুদবুদের ধরলা গ্রাম। আউসগ্রাম ২ নম্বর ব্লকের বুদবুদের ধরলা গ্রামে বিজেপির বুথ সভাপতি সুমন্ত বাগদির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত্রে ধরলা গ্রামের বিজেপির বুথ সভাপতি সুমন্ত বাগদির বাড়িতে বোমাবাজির ঘটনায় বাড়ির অ্যাসবেস্টসের চাল ফেটে যায় বলে অভিযোগ। কোন হতাহতের খবর না থাকলেও রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা গ্রামে। বিজেপির অভিযোগ, গোটা গ্রাম জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়িয়েছে ও বোমাবাজি করেছে। বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন, ‘পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে কিভাবে পঞ্চায়েত ভোটে ভোট লুট হয়েছে, সেই বাতাবরণ তৈরি করার জন্য নির্বাচনের আগে এলাকা উত্তপ্ত করতে চাইছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল সব বিষয়ে নিজেদের দোষ ঢাকতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে প্রচার করছে।’ অপরদিকে, আউসগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন। ‘নিজেরাই ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে। এর সাথে তৃণমূলের কোন যোগ নেই।’

Like Us On Facebook