দামোদরের বুকে অবৈধ সেতু সহ যাবতীয় নির্মাণকে ভেঙে দেবার নির্দেশ দিয়ে গেলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। একইসঙ্গে অবৈধভাবে নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়ে গেলেন তিনি। বৃহস্পতিবার দুর্গাপুরে এক প্রশাসনিক বৈঠক সেরে সেচমন্ত্রী আসেন বর্ধমানের কানাইনাটশালে। আগামী ২৮ জুন রাতে কানাইনাটশালেই রাত কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারই প্রস্তুতিও খতিয়ে দেখে যান তিনি। এখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীববাবু জানিয়ে যান বড়শুলের অস্থায়ী বিতর্কিত বাঁশের সেতু সহ নদীর বুকে জল আটকে রাখা যে কোনো নির্মাণকেই ভেঙে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে জেলাশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বড়শুলের কাছে অস্থায়ী বাঁশের সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে রেহেনা বেগম নামে এক মহিলার। এরপরই এই বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়।

Like Us On Facebook