.

হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনে অভিযুক্তদের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় তেলেঙ্গানা পুলিশকে কুর্নিশ জানিয়ে চকলেট বিলি করল বর্ধমানের কয়েকজন যুবক-যুবতী। কয়েকদিন আগে বর্ধমানের যুবক অভিরূপ সিংহ ধর্ষণকারীদের দ্রুত শাস্তির দাবিতে কার্জনগেট চত্ত্বরে আন্দোলনে বসেন। শুক্রবার সকালে এনকাউন্টারে চার অভিুক্তের মৃত্যুর খবর আসতেই অভিরূপ কয়েকজন বন্ধু-বান্ধবীকে সাথে নিয়ে পথচলতি মানুষদের চকলেট বিলি করেন।

Like Us On Facebook