রাণীগঞ্জ ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে রাণীগঞ্জে মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করার আগে কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু অন্ডালের শ্রীরামপুর ও মাধবপুর পঞ্চায়েত এলাকার প্রায় এক হজার বিঘা সরষে খেত পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা। সরষে খেত পরিদর্শন করে মন্ত্রী বলেন এই এলাকায় খুব ভাল সরষে চাষ হয়েছে। সরষে চাষের জমি আরও বাড়ানোর জন্য সরকার সব রকম সহায়তা করবে।