তিন দফায় ১১টি কম্পিউটার চুরি যাওয়ার পর ফের পুজোর ছুটির সময় স্কুলের মিড-ডে মিলের গ্যাস সিলিণ্ডার ও সবুজ সাথী সাইকেল চুরি গেল আসানসোলের মহিশীলা কলোনি গভর্নমেন্ট হাইস্কুলে।
জানা গেছে, পুজোর ছুটির সময় ফের চুরির ঘটনা ঘটল মহিশীলা কলোনি গভর্নমেন্ট হাইস্কুলে। সোমবার স্কুল খুললে স্কুলের কর্মীদের নজরে পড়ে মিড-ডে মিল রান্নার রুমে রাখা ৫টি সবুজ সাথী সাইকেল এবং ৩টি গ্যাস সিলিণ্ডার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
উল্লেখ্য, এর আগে গত কয়েক মাসে তিনবার চুরির ঘটনা ঘটেছে স্কুলে। তিনবারে মোট ১১টি কম্পিউটার চুরি করেছে দুষ্কৃতীরা। মহিশীলা কলোনি হাইস্কুলের প্রধান শিক্ষক আশীষ দাস জানিয়েছিলেন, তিন দফায় চুরিতে ৪-৫ লক্ষ টাকার কম্পিউটার চুরি গেছে। স্কুল ক্যাম্পাসে আলোর ব্যবস্থা নেই। স্কুলে কোন সীমানা প্রাচীর নেই। রাতে পাহারারও কোন ব্যবস্থা নেই। ফলে স্কুল চত্বরে রাতে সমাজ বিরোধীদের আড্ডা বসে যায়। স্থানীয় মানুষজনের অভিযোগ স্কুল ক্যাম্পাস অরক্ষিত থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে।