বুধবার রাতে ফের অন্ডালে গুলি চালানোর ঘটনা ঘটল এবং গুলিবিদ্ধ হয়ে আহত হলেন এক খনি কমী। ঘটনাটি ঘটেছে অন্ডালের হরিশপুর এলাকায়। আহত ব্যক্তির নাম রঞ্জিত বাউরী (৪২)। স্থানীয়দের অভিযোগ, অন্ডাল থানা এলাকায় বাড়ছে দুষ্কৃতী কার্যকলাপ, বেড়েছে খুন ও গুলি চালানোর ঘটনা, সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে চুরির ঘটনা। গত দুই মাসে এই অন্ডাল থানা এলাকায় প্রথম ঘটনা গত বছর নভেম্বরে খাস কাজড়ায় কয়লার ডিওর বরাতকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে শুট আউটে মারা যায় ধরমবীর নুনিয়া নামে এক ব্যক্তি। গত ১৬ ডিসেম্বর জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত হয় পুলিশ। চলতি বছর ১৩ জানুয়ারি আন্ডালের সিদুলি এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন এক তৃণমূল কর্মী। ১৯ জানুয়ারি অন্ডালের কাজোড়া এলাকায় একটা মন্দিরের প্রতিমা ভাঙা নিয়েও তৈরি হয় উত্তেজনা। এক কথায় প্রায় শান্ত অন্ডাল থানা এলাকা অশান্ত হয়ে উঠছে ভোটের আগেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯ টা নাগাদ বন্ধুদের সাথে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন রঞ্জিত বাউরী। সে সময় মোটর বাইকে এসে ২ জন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের চালানো গুলি রঞ্জিতবাবুর পিঠে লাগে। আহত রঞ্জিতবাবুকে ঘটনাস্থলে থাকা বন্ধুরা কাজোড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করেন। জানা গেছে, অন্ধকার থাকায় এবং দুষ্কৃতীদের মুখ কাপড়ে ঢাকা থাকায় তাঁদের চেনা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।