ঈদের আগের দিন নতুন পোষাক কেনার জন্য বাবার কাছে টাকা না পেয়ে আত্মঘাতী হল এক কিশোর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামে। আত্মঘাতী কিশোরের নাম আজগর আলি সেখ(১৬)।
আজগরের বাবা আলি নওয়াজ বলেন, এদিন সকালে ঈদে পোষাক কেনার জন্য আজগর ৫০০ টাকা চায়। আমি তাকে বলি কাজ থেকে ফিরে এসে টাকার ব্যবস্থা করব। কিন্তু ছেলে অধৈর্য হয়ে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেয়। এরপর তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে মারা যায় আজগর। ঈদের প্রাক্কালে আজগরের এই অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া।
Like Us On Facebook