মঙ্গলকোটের তৃণমূলনেতা ডালিম সেখের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো সিআইডি। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যা নাগাদ বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজু সেখ নামে ওই অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি। ধৃতের বাড়ি মঙ্গলকোটের শিমুলিয়াচটিতে।গতকালই গ্রেফতার করা হয় বাবর আলি সেখ নামে এক অভিযুক্তকে, তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে আজু সেখের নাম। তারপরেই খোজখবর শুরু করে সিআইডি। এদিন বিকেলে সূত্র মারফৎ সিআইডি জানতে পারে যে আজু সেখ পালানোর উদ্দেশ্যেই বর্ধমান স্টেশন থেকে চুঁচুড়া যাচ্ছে, তারপরেই শুরু হয় স্টেশন জুড়ে তল্লাশি। অবশেষে সন্ধ্যা ৬ টা নাগাদ তাকে ধরতে সক্ষম হয় সিআইডি। সিআইডি সূত্রে খবর, ডালিম সেখ হত্যাকান্ডে আজু ছিলো অন্যতম অভিযুক্ত। তাছাড়াও খুন করার জন্য অস্ত্র কেনার সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ধৃতকে রিমান্ডে চেয়ে কাটোয়া আদালতে তোলা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৯ জুন ২০১৭ তারিখ ডালিম সেখ খুন হন। এখনও পর্যন্ত মোট ১৭জনকে এই কেসে গ্রেফতার করলো সিআইডি।