৩৫০ বছর আগে সুদুর আফ্রিকা থেকে এঁদের পূর্ব পুরুষরা গুজরাটে এসে বসবাস শুরু করেছিলেন। আফ্রিকান উপজাতি বংশোদ্ভুত ভারতীয় এখন এঁরা। ছোট খাট কাজকর্ম করেন কেউ, কেউ কেউ এখনও ছাত্র। কিন্তু নিজের পূর্ব পুরুষদের থেকে প্রাপ্ত ট্রাডিশনাল আফ্রিকান উপজাতির বিশেষ নৃত্য এরা এখনও চালিয়ে যাচ্ছেন। আফ্রিকান উপজাতি বংশোদ্ভুত ১২ জনের এই দলটির ফোক ডান্স দুর্গাপুর ইস্পাত কারখানা আয়োজিত প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে সকলের মন কেড়ে নিল।

টিম লিডার সাজিদ বলেন, “আমাদের ডান্স ট্রুপের নাম ‘সিদ্ধি’। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আফ্রিকান উপজাতিদের এই নৃত্য পরিবেশন করি। গুজরাট সরকার আমাদের বিশেষ সরকারি সম্মানে ভূষিত করে ২০১০ সালে।” এদিনের অনুষ্ঠানে আফ্রিকান উপজাতিদের বিভিন্ন নৃত্যশৈলী দর্শকদের পরিবেশন করেন সাজিদরা।