সম্প্রতি মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে এসে কিষাণ মাণ্ডিগুলিকে চালু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো পূর্ব বর্ধমান জেলায় তৈরি হয়ে পড়ে থাকা প্রায় ১৫টি কিষাণ মাণ্ডিকে সচল করতে একগুচ্ছ পরিকল্পনা নিল জেলা প্রশাসন। এবিষয়ে বৃহস্পতিবার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন। জেলাশাসক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কিষাণ মাণ্ডিগুলিকে কিভাবে চালু করা যায় তা নিয়ে এদিন বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, কিষাণ মাণ্ডিগুলিতে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দিয়ে ধারাবাহিক ও নিয়মিত সচেতনতা, প্রশিক্ষণ শিবির, বিপনন সহ বিভিন্ন ব্যবস্থা করা। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে, ছাগল, হাঁস, মুরগী বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক সপ্তাহের শুক্রবার কিষাণ মাণ্ডিগুলিতে নিয়মিতভাবে পশু চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়াও কিষাণ মাণ্ডিগুলিতে সার, কীটনাশক দ্রব্য বিক্রি, কৃষি সমবায়গুলির অফিস, স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা উৎপাদিত দ্রব্য বিক্রি প্রভৃতি বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে এই উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Like Us On Facebook