বেআইনি পোস্ত চাষের প্রবণতা রুখতে সচেতনতা প্রচার চালানো হল পুলিশ, আবগারি ও ভূমি দফতরের পক্ষ থেকে। বৃহস্পতিবার এই কর্মসূচি হয় পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা, শ্যামলা, হরিপুর সহ কয়েকটি এলাকায়। প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই সহ ভূমি দফতর ও আবগারি দফতর আধিকারিক ও কর্মীরা।
উল্লেখ্য, পাণ্ডবেশ্বরের অজয় নদী সংলগ্ন বিভিন্ন চর, মানা এলাকায় পোস্ত চাষের প্রবণতা দেখা যায় প্রতিবছর। বেআইনি পোস্ত চাষের খবর পেলে অভিযান চালানোও হয় প্রশাসনের পক্ষ থেকে। নষ্ট করা হয় পোস্ত গাছ। প্রশাসনের কড়া নজরদারি ও প্রচারের ফলে এইসব এলাকাগুলিতে পোস্ত চাষের প্রবণতা কমেছে বলে দাবি স্থানীয়দের। শীতের মরসুমে পোস্ত চাষ শুরু হয়। তাই এবার আগেভাগেই সচেতনতা প্রচারে নেমেছে প্রশাসন। পোস্ত চাষ বেআইনি, দন্ডনীয় অপরাধ এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এদিনের অভিযান বলে জানান পাণ্ডবেশ্বর থানার ওসি রবীন্দ্রনাথ দলুই।