তৃণমূল স্তরের মানুষ গুলোর সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, সমস্যার সমাধান কোন পথে, কোন দপ্তর থেকে কি কি সুবিধা পেতে পারেন, কোন কোন প্রকল্পের আওতায় কিভাবে সাহায্য পেতে পারেন, দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ঘুরেও মেলেনি সাহায্য অভিযোগ জানাতে চান? সর্বস্তরের মানুষের সকল সমস্যার মুসকিল আসান।

মুসকিল আসানে খোদ প্রশাসনের আধিকারিকরা। তাদের উপস্থিতিতেই চলছে একের পর এক প্রশ্নের উত্তর দেওয়ার কাজ, চলছে সমস্যা নিরসনেরও কাজ। সরাসরি সাধারণ মানুষের সঙ্গে চলা কথোপকথোনেই উঠে আসছে নানাবিধ সমস্যা। গত বছর থেকেই পূর্ববর্ধমান জেলা প্রশাসনের তরফে নেওয়া হয় এই উদ্যোগ। তারই অঙ্গ হিসাবে বুধবার গুসকরা ২ নং গ্রাম পঞ্চায়েতের নওদায় অনুষ্ঠিত হল আপনার দুয়ারে প্রশাসনের এক সন্ধ্যাকালীন বৈঠক। উপস্থিত ছিলেন সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, জেলা সর্বশিক্ষা আধিকারিক শারদ্বতি চৌধুরী সহ অন্যান্যরা।

Like Us On Facebook