পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে বুধবার অন্ডালের বিভিন্ন বাজারে অভিযান চালালো প্রশাসন। নিয়ম না মানায় জরিমানা আদায় করা হয় একাধিক ক্রেতা-বিক্রেতার কাছ থেকে। ১ জুলাই থেকে দেশে নিষিদ্ধ হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি জিনিস। নিয়ম অমান্য করলে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। নিয়ম কার্যকর করতে প্রচার-সেমিনার সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও পাতলা প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়নি। ঘোষণার পরও বিভিন্ন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার হচ্ছে বলে অভিযোগ। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সিংহভাগ ক্রেতা, বিক্রেতা এখনও নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করছেন। নির্দেশ কার্যকর করতে এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করল প্রশাসন।
বুধবার অন্ডালের সাউথ বাজার, নর্থ বাজার, অন্ডাল মোড়ের বিভিন্ন দোকানে বিডিও সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে চালানো হয় অভিযান। এদিন সকাল থেকে অন্ডালের বিভিন্ন বাজার ঘুরে দেখেন বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা। অভিযানের সময় নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করার জন্য এদিন ৯ জন দোকান মালিককে ৫০০ টাকা করে ও একজন ক্রেতাকে ৫০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ফের নিয়ম ভাঙলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিডিও সুদীপ্ত বিশ্বাস। পাশাপাশি তিনি বলেন, ‘বিভিন্ন বাজারে ধারাবাহিকভাবে নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। নিয়ম ভাঙলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’