শনিবার স্বনির্ভর গোষ্ঠীর মহকুমা স্তরের বড়সড় এক বৈঠক হল দুর্গাপুরের সৃজনিতে। মহিলাদের উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং আগামীদিনে আরো কি কি পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বক্তব্য রাখেন দুর্গাপুরের মহকুমা শাসক তথা পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শঙ্খ সাঁতরা। একই সঙ্গে নতুন জেলা পশ্চিম বর্ধমান-এর উন্নয়ন নিয়েও বিভিন্ন পরিকল্পনা গুলি তিনি তুলে ধরেন এদিন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সম্মেলনে অংশ নেন। দুর্গাপুর নগর নিগমের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারাও এই সম্মেলনে যোগ দেন। বিভিন্ন কাউন্সিলার ও মেয়র পারিষদরাও সম্মেলনে উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ দেন। এদিন মহিলারাও স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অতিরিক্ত জেলা শাসকের সামনে। অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শঙ্খ সাঁতরা সেই সব সমস্যার সমাধানের পথ বাতলান।

একই ভাবে শুক্রবার মহকুমা শাসক তথা অতিরিক্ত জেলা শাসক( উন্নয়ন)শঙ্খ সাঁতরা নতুন জেলা পশ্চিম বর্ধমানের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

Like Us On Facebook