শুক্রবার রাতে দুর্গাপুরে সড়গভাঙার শিল্প তালুকের প্রধান রাস্তার বেহাল দশার পরিদর্শন করলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। সগড়ভাঙার শিল্প তালুকের এই বেহাল রাস্তাটি স্থানীয় মানুষের সংস্কারের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন কারখানায় যাতায়াতকারী বড়বড় গাড়ি চলাচলের ফলে রাস্তা খানা খন্দে ভরে উঠেছে। রাস্তার খানা খন্দে বর্ষার জল জমে যাওয়ায় স্থানীয় মানুষ চলাচল করতে চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বার বার স্থানীয় মানুষের দাবি জানিয়ে আসছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানকে বলে দাবি বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। সেই দাবি মেনে শুক্রবার রাতে হঠাৎ করে তাপস বন্দ্যোপাধ্যায় সগড়ভাঙার শিল্প তালুকের বেহাল রাস্তা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী। বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, এই বেহাল রাস্তাটি নিয়ে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন। আমি বার বার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদকে জানিয়েছি। আজ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এসে দেখে যান বেহাল রাস্তাটি। এডিডিএ সোমবার স্থানীয় সমস্ত শিল্প তালুকের কলকারখানাকে চিঠি দেবে এবং শুক্রবার রাস্তাটি সংস্কারের ব্যাপারে মিটিং হবে কলকারখানাগুলির সঙ্গে।